বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: নিউ টাউনে আদিবাসী ভবনে খুবই সাড়ম্বারের সঙ্গে পালিত হলো বিরসা মুন্ডার ১৫০ তম জন্ম বার্ষিকী। দার্জিলিং থেকে কলকাতায় এসেই মুখ্যমন্ত্রী চলে যান সেই অনুষ্ঠানে।
সেই অনুষ্ঠানে তিনি সাঁওতালি ভাষা নিয়ে অনেক আলোচনা করেন। তিনি নলেন, এই প্রাচীন ভাষার খুবই সুন্দর। তিনি সেই ভাষায় অল্প কথা বলেন। তিনি জানান, তিনি সাঁওতালি ভাষা শেখার চেষ্টা করবেন। তিনি বলেন, আগামী ৭ দিন বাংলার বিভিন্ন ব্লকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জানানো হবে।
এর পরেই তিনি আনেন রাজনীতির কথা। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো সরকার আদিবাসীদের জন্য কিছু করে নি। তারা ছিল ক্ষুধার্ত, শোষিত । তৃণমূল সরকার তাদের জন্য ট্রাইবাল উন্নয়ন সংস্থা গঠন করেছে। আগামী ১৯ তারিখ সেই সংস্থার মিটিং আছে। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী আদিবাসীদের জন্য বিভিন্ন খেলার আয়োজনের কথা উল্লেখ করেন। তিনি জানান, আগে আদিবাসী মানুষেরা গেড়ি-গুগলি খেয়ে থাকতেন। তৃণমূল সরকার আসার পরে বাজেটের একটা ভালো অংশ আদিবাসী উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়। তিনি আরও জানান ৪৯ হাজার মানুষকে তারা জঙ্গলে পাট্টা দিয়েছে। একাধিক আবাসিক স্কুল, হস্টেল চালু করেছে। কোনো আদিবাসী ছাত্র-ছাত্রী বিদেশে পড়তে গেল ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারে। তিনি জানান, সাঁওতালি অভিধান চালু হয়েছে। তার পরেই দীঘার জগন্নাথ মন্দিরে বর্তমান অবস্থার কথা তিনি জানান। তিনি বলেন, তারা শুধুই ভোটের সময় একদিনের পাহারাদার নয়, তারা ৩৬৫ দিনের পাহারাদার।