বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: একের পর এক দুর্নীতি নিয়ে ভারাক্রান্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আর কোনো দুর্নীতি বরদাস্ত করবেন না। উত্তরবঙ্গ ছাড়ার আগে তিনি বলেন, এই ট্যাব দুর্নীতি রুখতে তার সরকার খুবই রাফ এন্ড টাফ। সরকার সিত গঠন করেছে। যেভাবে হোক দুর্নীতি মুক্ত করা হবে বাংলাকে। তিনি বলেন, যাদের টাকা মার গেছে প্রত্যেকে টাকা পাবে।
তিনি জানান, এখন পর্যন্ত ১৫০০ মতো অভিযোগ এসেছে। তারমধ্যে ৮০০ অভিযোগের সত্যতা সামনে এসেছে। বাকি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এবার থেকে ‘একাউন্ট ভ্যালিডেশন’ করেই টাকা পাঠানো হবে। ব্যাংক ও অর্থদপ্তর যৌথভাবে সেই একাউন্ট-এর বৈধতা নিয়ে আগে পরীক্ষা করে নেবেন। এছাড়া অন্যান্য প্রকল্পের ক্ষেত্রেও এখন থেকে একই সাবধানতা নেওয়া হবে।