বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:রাজ্য সরকারের দেওয়া ট্যাবের টাকা পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে না ঢুকে চলে যাচ্ছে অন্যত্র। রাজ্যের বেশ কয়েকটি জায়গায় এমন ঘটনা নজরে এসেছিল। এবার সেই তালিকায় জুড়ল শিলিগুড়িও ।
শহরের দুটি স্কুলের ২৮ পড়ুয়ার টাকা অন্য ব্যাংক অ্যাকাউন্টে চলে গিয়েছে বলে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছে দুই স্কুল কর্তৃপক্ষ। সরকারি পোর্টালে তথ্য আপলোড করার পরও কী করে অ্যাকাউন্ট বদল হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনায় হতবাক নিউ জলপাইগুড়ি রেলওয়ে কলোনি হাইস্কুল ও কৃষ্ণমায়া মেমোরিয়াল নেপালি হাইস্কুল।
শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের ডিসিপি (ইস্ট) রাকেশ সিং বলছেন, ‘দুটি স্কুলের তরফে পড়ুয়ার অ্যাকাউন্টের বদলে অন্য অ্যাকাউন্টে টাকা যাওয়ার অভিযোগ উঠেছে। দুই স্কুলের প্রধান শিক্ষিকই অভিযোগ জানিয়েছেন। আমরা সবেমাত্র অভিযোগ দুটো পেয়েছি। ব্যাংক অ্যাকাউন্টগুলো কোথাকার, তা খতিয়ে দেখা হচ্ছে।’
নিউ জলপাইগুড়ি কলোনি হাইস্কুলে ২১ পড়ুয়ার টাকা অন্যত্র গিয়েছে বলে অভিযোগ। কোন অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, সে সংক্রান্ত নথিও জুড়ে দেওয়া হয়েছে অভিযোগপত্রের সঙ্গে। কৃষ্ণমায়া মেমোরিয়াল নেপালি হাইস্কুলের তরফেও ৭ জন পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে যাওয়ার অভিযোগ জানানো হয়েছে। এক্ষেত্রে এসএফ রোডের একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টের খোঁজ মিলেছে। সেই সূত্র ধরেই তদন্ত শুরু করেছে পুলিশ। কৃষ্ণমায়া স্কুলের প্রধান শিক্ষক প্রসন্ন প্রধান বলছেন, ‘বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই আমরা থানায় অভিযোগ জানিয়েছি।’
রাজ্য সরকারের একাধিক প্রকল্পের টাকা নিয়ে সমস্যা হচ্ছে বলে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে। এখনও পর্যন্ত তিনশোর বেশি অভিযোগ মিলেছে। সোমবারই মুখ্যসচিব এনিয়ে বৈঠক করেছেন। দুর্নীতি সংক্রান্ত এই খবর আসায় আগে থেকেই সতর্ক ছিল শহরের ওই দুটি স্কুল। প্রকল্পের টাকা ঢোকার পরই স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ শুরু করে। তখনই বিষয়টা সামনে আসে। নির্দিষ্ট সংখ্যক ওই পড়ুয়ারা জানায়, তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এরপর স্কুল কর্তৃপক্ষের তরফে খোঁজখবর করতেই কোন অ্যাকাউন্টে টাকাগুলো গিয়েছে, তা প্রকাশ্যে আসে।