বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: জলপাইগুড়ির লাটাগুড়ি ও রামশাইয়ের জঙ্গলে অবাধে গাছ কেটে পাচার করা হচ্ছে বলে অভিযোগ। প্রায় প্রতিদিনই পাচারকারীরা জঙ্গল থেকে বহু মূল্যবান গাছ কেটে নিয়ে যাচ্ছে।

 

কাঠ চুরি ও জঙ্গলে অবাধ প্রবেশ আটকাতে বনকর্মীরা হেঁটে পাহারা দেওয়ার পাশাপাশি গাড়ি করেও লাগাতার টহলদারি চালান। তবে এই নজরদারি আদৌ কোনও কাজে আসছে কি না তা নিয়ে বিভিন্ন মহলে অভিযোগ উঠতে শুরু করেছে। গাছ চুরি রুখতে লাগাতার নজরদারি চলে বলে জানিয়েছেন রামশাইয়ের রেঞ্জ অফিসার সর্বাশিস বর।

লাটাগুড়ির জঙ্গলের লাটাগুড়ি বিট ও রামশাইয়ের জঙ্গলের কালামাটি বিট থেকে প্রতিদিন গাছ চুরি হচ্ছে। জ্বালানি কাঠের নাম করে জঙ্গলে ঢুকে লাগোয়া বিভিন্ন বনবস্তির মহিলারা গাছ কেটে নিয়ে যাচ্ছেন। বনকর্মীদের একাংশের মদতেই অবাধে জঙ্গল থেকে গাছ কাটা চলছে বলে মনে করা হচ্ছে। প্রতিদিনই লাটাগুড়ি থেকে রামশাইগামী তিস্তা ক্যানাল পার করে দিনের বেলা গাছ পাচার হচ্ছে। লাটাগুড়ি জঙ্গল লাগোয়া আপ্পু চা বাগানকে করিডর করে অবাধে পাচার চলছে। লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান কৃষ্ণা রায় বর্মনের কথায়, ‘জঙ্গলে গাছ কাটার ফলে বন্যপ্রাণীরা প্রতিদিন লোকালয়ে বেরিয়ে আসছে। বারবার বন দপ্তরের কাছে আবেদন জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’ বিষয়টি খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জলপাইগুড়ি বনবিভাগের ডিএফও বিকাশ ভি।

রামশাই রেঞ্জের কালামাটি বিটে একটি চেকপোস্ট দীর্ঘদিন ধরে বন্ধ। এতে কালামাটি বিটের পাশ দিয়ে অবাধে গাছ পাচার করতে সুবিধা হচ্ছে। পরিবেশপ্রেমী সংগঠন গ্রিন লেভেল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক অনির্বাণ মজুমদারের বক্তব্য, ‘যে হারে গাছ পাচার হচ্ছে তাতে জঙ্গলের ভেতর প্রায় ফাঁকা হয়ে যাবে। তখন কিন্তু আর কোন কিছুই রক্ষা করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *