বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ ধনতেরাস, এই উপলক্ষে শিলিগুড়িতে দেদার ঝাড়ু বিক্রি হচ্ছে। শিলিগুড়ি বিধান মার্কেটে ঝাড়ু বিক্রি হচ্ছে ১০০ টাকা, এবং তার চাইতে বেশি। লোকজন ঝাড়ু কিনে বাড়ি ফিরে যাচ্ছেন, কথিত আছে ধনতেরাসের দিন ঝাড়ু কিনলে, ঘর এবং সংসারের শুভ হয়।
পরিবারের উন্নতি হয়। আগে বাঙ্গালীদের মধ্যে এত ঝাড়ু কেনার প্রচলন ছিল না, বর্তমানে তা বেরিয়ে প্রায় তিন গুণ হয়ে গেছে। শুধু শিলিগুড়ির বিধান মার্কেটে নয়, শিলিগুড়ি প্রত্যেকটি জায়গায় বিক্রি হচ্ছে ঝাড়ু। শিলিগুড়ি সব গোটা উত্তরবঙ্গ এ দিন ব্যস্ত ছিল ঝাড়ু কিনতে। প্রত্যেকে বাড়ি ফেরার সময় ঝাড়ু কিনে বাড়ি ফিরছেন। দেখলে তারা জানিয়েছেন এই তো একটাই দিন, সারা বছর তার পাবেন না, এই ভিড়। সবাই আজ বিগার মার্কেটে, ব্যস্ত ঝাড়ু কিনতে। যদি সংসারের মঙ্গল হয় একটা ঝাড়ু কেনায় তাই সই।