বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শিলিগুড়ি জেলা হাসপাতালে, আজকের শিশু মৃত্যুর ঘটনায় ক্ষোভ দেখালেন পরিবারের সদস্যরা। এদিন পরিবারের সদস্যরা ক্ষোভে জানান সম্পূর্ণ গাফিলতি হাসপাতাল কর্তৃপক্ষের।
তাদের জন্যই এত বড় চূড়ান্ত সর্বনাশ হয়ে গেল। না হলে কিভাবে এই ঘটনা ঘটে। হাসপাতালের ভিতর থেকে এত নিরাপত্তার মধ্য দিয়েও কিভাবে বাচ্চা চুরি হয়ে গেল, তাও আবার সদ্যোজাত, এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোন হোল ডলই নাই। পরিবারের সদস্যরা জানালেন ভূমিষ্ঠ সন্তান যদি এইভাবে নিরুদ্দেশ হয়ে যায় , এর চাইতে কোনো পরিবারের জন্য আর খারাপ কিছু থাকতে পারে না। হাসপাতাল কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হবে, কি কারনে এত বড় দুর্ঘটনা ঘটে গেল। মৃত শিশুটির বাবা মা জানান, এই ঘটনার পর থেকে তারা ঠিকমতো খেতে পারছেন না, ঠিক মতো ঘুমাতে পারছেন না, কাজে যেতে পারছেন না। তাদের জীবন দূর্বিষহ করে তুলল এই হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন স্থানীয় মানুষ সহ প্রায় ৩০ জন হাসপাতালে আসেন, এবং বিক্ষোভে ফেটে পড়েন। স্থানীয় প্রতিবেশীরাও জানান, প্রচন্ড দুর্ভাগ্যজনক ঘটনা , আজকে এই পরিবারের সাথে হয়েছে, কাল আমাদের সাথে হতে পারে। তাই এর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে সম্পূর্ণ দায় নিতে হবে। অবশ্য যার সামনে বিক্ষোভ দেখালেন পরিবারের সদস্যরা, এই হাসপাতাল সুপার এই বিষয়ে কোন কথা বলতে চাননি। তিনি বলেছেন, যেটা ঘটেছে দুর্ভাগ্যজনক তবে এই জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে সম্পূর্ণভাবে দায়ী করা যাবে না।