বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মনীষা নন্দী ক্যান্সার ফাউন্ডেশন -এর ৯ম বর্ষ প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আজ শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো বসে আঁকো প্রতিযোগিতা।
আজ শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে কালা বসে আঁকো প্রতিযোগিতার সাথে ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির, আজ সকালে শিলিগুড়ির মেয়র গৌতম দেব আজকের এই প্রতিযোগিতার উদ্বোধন করে জানান এই মনীষা নন্দী ক্যান্সার ফাউন্ডেশন, তাদের নবম বছর পূরণ করল, ওরা যেভাবে এগিয়ে চলেছে কার জন্য কোন শুভেচ্ছা যথেষ্ট নয়, যথেষ্ট নয় কোন প্রশংসার। আমি ওদের শুভ কামনা জানাই এইভাবে ওদের পাশে থাকতে পেরে আমি নিজের গর্ববোধ করছি। আমি ওদের এমনিতেই জানিয়েছি,ভবিষ্যতে যে কোনভাবে যে কোন দরকারে আমি ওদের পাশে আছি। আমাকে ডাকলে আমি সাথে সাথে আমার কর্তব্য করব বলে জানান মেয়র গৌতম দেব। তিনি আরো জানান ওদের এই প্রতিষ্ঠান সাফল্যের সাথে এগিয়ে চলেছে, ওদের উদ্দেশ্যকে আমি সাধুবাদ জানাচ্ছি। আজকে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে বহু প্রতিযোগী এসেছেন, অংকন প্রতিযোগিতা এবং রক্তদান শিবিরের জন্য। সবাই এগিয়ে আশাতে ভালো লাগছে, আমিও কথা দিচ্ছি ভবিষ্যতে ওদের পাশেই থাকবো। জানিয়ে দিলেন মেয়র গৌতম দেব।