বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়ি সুভাষপল্লীর তরুণ অ্যাথলেটি ক্লাব, এবার তাদের ৬১ তম কালীপুজো করছে শিলিগুড়িতে। তারা জানালেন তাদের গত বছর থেকে ইচ্ছে ছিল বোল্লা কালীর আদলে পুজো করা।
এই বছর তারা অনেকদিন থেকেই পুজো শুরু করেছে। তারাই আশা করছে এই বছর তাদের পুজো যথেষ্ট আকর্ষণীয় হবে। সুভাষপল্লীর এই তরুন তীর্থ ক্লাব প্রতিবছরই যথেষ্ট আকর্ষণীয় ভাবে পুজো করে। এই বছর তাদের ৬১ তম পূজো। তাদের আশায় এ বছর কালী পুজো দেখতে দর্শক সমাগম ভাবে প্রচুর।