বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়ি পুরসভাতে আজ পুরো কর্মীদের দ্বারা পরিচালিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হলো। আর দুপুরে শিলিগুড়ি পুরসভায় পুরো কর্মীরা আয়োজন করেছিলেন এই বিজয়া সম্মেলনীর। উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং জেলা সভাপতি পাপিয়া ঘোষ। শিলিগুড়ি পুরসভা তে আজকে আইএনটি টিইউ সির রাজ্য সম্পাদক বিশ্বময় ঘোষ সংবর্ধিত করেন, জেলা সভাপতি পাপিয়া ঘোষ কে।
এদিন মেয়র এবং ডেপুটি মেয়র দুজনেই জানান একটা সুন্দর অনুষ্ঠান আমরা দেখতে পেলাম। শিলিগুড়ি পুরসভাতে খুব প্রয়োজন ছিল একটা বিজয়া সম্মিলনী করার, পুজোর পরে বিজয়া বাঙালিদের কাছে প্রচন্ড আকর্ষণীয় , একটা রীতি বটে, আমরা সবাই চাই যেমন পুজোতে আনন্দ করতে, তেমনি বিজয়াতে সবার কাছে শুভেচ্ছা এবং শুভকামনা জানাতে। আজকের পৌরসভার এই অনুষ্ঠান সবার জন্য, এদিন জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানান আমি অভিনন্দন জানাই , প্রত্যেকেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। সবার জন্য আমরা আখি আমাদের জন্য সবাই আছেন। এইজন্য সবার ভালো কামনা করি।, এদিন মেয়র এবং ডেপুটি মেয়রকেও সম্বর্ধনা জানানো হয়।