বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গত একমাস ধরে বিভিন্ন পরিস্থিতির কারণে শিলিগুড়িতে কমে গেছে মাছের ব্যবসা। গত তিন বছরের তুলনায় এই বছর অনেকটাই কমেছে মাছের ব্যবসা।

 

সেভাবে ইলিশ মাছ যেটা বাংলাদেশে ইলিশ মাছ সেটা আসতে পারেনি বাংলাদেশের বিভিন্ন গোলরযোগের কারণ এর জন্য। বাদবাকি বিহার এবং অন্ধ্র থেকে প্রতিবছর যে পরিমাণে মাছ আসে উত্তরবঙ্গে সেটাও কমে গেছে অনেকটাই, হলে চিন্তায় পড়ে গেছেন মাছের ব্যবসায়ীরা। তারা জানিয়েছেন এমনিতেই মাছ কিনতে হয় আগের থেকে অনেক বেশি টাকা দিয়ে, তার মধ্যে যদি সেভাবে মাছ বিক্রি না হয় তবে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? শিলিগুড়ি তথা গোটা উত্তরবঙ্গে হঠাৎ কিভাবে মাছের ব্যবসা পুড়ে গেল এটা বলতে পারছেন না কেউই, সেই তুলনায় ডিম এবং মাংসের বাজার আগের চাইতে অনেকটাই ভালো জায়গাতে আছে। তবে মাছের ব্যবসা খারাপ হওয়ায় সমস্যায় পড়ে যাচ্ছে হোটেল এবং রেস্টুরেন্ট গুলি, যারা মাছ সরবরাহ করে তাদেরকেও প্রেতাদের কাছ থেকে বেশি দামে মাছ বিক্রি করতে হচ্ছে। তবে মাছের ব্যবসায়ীরা আশায় আছেন পুজোর আগে মাছের ব্যবসা অনেকটাই ভালো জায়গায় পৌঁছে যাবে। শিলিগুড়িতে বেশ কয়েকটি বাঙালি নাম দিয়ে হোটেল আছে যেখানে মাছের ব্যবসা বেশ ভালই হয়, তারাও চিন্তায় পড়ে গেছেন, এইভাবে চললে যেসব উৎসব আসতে আমাদের ব্যবসা করাই কঠিন হয়ে পড়বে বলে জানিয়েছেন তারা। শিলিগুড়ির প্রধান তিনটি বাজার বিধান মার্কেট বাজার, হায়দার পাড়া বাজার, এবং সুভাষপল্লী বাজারে মাছের বিক্রি অনেকটাই পড়তীর দিকে। কবে থেকে আবার ব্যবসা উঠবে জিজ্ঞাসা করলে ব্যবসায়ীরা হতাশ হয়ে বলছেন আরো কয়েকটা দিন দেখা যাক, কি হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *