বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আর জি করের ঘটনায় জুনিয়র চিকিৎসকদের অনশনকে সমর্থন জানিয়ে আজ দেশ জুড়ে প্রতীকী অনশনে বসেছেন চিকিৎসকেরা।সেইমতো জুনিয়র চিকিৎসকদের সঙ্গে প্রতীকী অনশনে বসলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় কুমার মল্লিক।
আজ তিনি জানান আমার মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারেরা, অনশন করছে। ১০ দফা দাবি নিয়ে, আমি সম্পূর্ণভাবে তাদের পাশে আছি, যদিও আমি আমার দায়িত্ব এবং কর্তব্য খেলে তাদের পাশে দাঁড়াতে পারবো না, কারণ অসুস্থ মানুষের কাছ থেকে সরে আসা এক ধরনের অন্যায়। জুনিয়র ডাক্তারদের অনশনকে তিনি সমর্থন করেন বলে জানালেন, তিনি জানালেন জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবির মধ্যে , অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় দাবী হলো নিরাপত্তা ব্যবস্থা, যেটা এখন সব চাইতে এবং সবচাইতে বেশি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের সবার কাছে, যেমন আতঙ্কে থাকেন রোগী এবং তাদের আত্মীয়রা, তেমনি আতঙ্কে ভোগেন ডাক্তার নার্স এবং অন্যান্য স্টাফ এরা কেউ বলতে পারবেন না কখন কি ঘটে যাবে, এই দাবিগুলো যদি মেনে নাও হয় , কিংবা বলা যেতে পারে সরকার যদি মেনে নেন , তাহলে কিন্তু সবচাইতে বেশি লাভ হবে জনগনের কারণ নিরাপত্তা নিয়ে আতঙ্কিত, সাধারণ মানুষ। যেটা আরজিকরের ঘটনার পর আরো অনেকটাই বেড়েছে। তিনি আরো জানান তার এই প্রতি কি অনশন ডাক্তারদের ন্যায্য দাবি পাইয়ে দিতে, এই যে ছেলেমেয়েগুলো নিজেদের স্বপ্ন নিজেদের ভবিষ্যৎকে ধুলোয় মিশিয়ে দিয়ে সবার জন্য, এর থেকে তো ওদের প্রাপ্তি কিছুই হবে না, ওরা আন্দোলনে নেমেছে সবার জন্য, তাই একজন সুনাগরিক হিসেবে আজ আমি ওদের পাশে দাঁড়িয়ে প্রতীকি অনশন করলাম, জানালেন ডাক্তার মল্লিক। তিনি আরো জানান ভবিষ্যতে তিনি ওদের পাশে থাকবেন এবং যে কোন প্রয়োজনে, ওদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।