বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শাস্ত্রমতে গতকালই হয়ে গেছে বিজয় দশমী। কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু জায়গায় আজকেও চলছে মা দুর্গাকে বরন করার পালা।। আবার সামনের বছর তুমি এসো মা, এই মন্ত্রে মাকে বিদায় জানাচ্ছেন বাড়ির গৃহবধূরা।
মা দুর্গা আবার সামনে বছর ঘুরে আসবেন, এবং তার আগের থেকেই আমরা পুজো নিয়ে আনন্দ করব , এটাই আমাদের নিয়ম এবং এটাই আমাদের রীতি। শিলিগুড়িতে গতকাল ঘরের প্রতিমা, এবং কিছু ছোট ছোট প্যান্ডেল এর বিসর্জন হয়ে গেছে। আজকে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় বিসর্জন হবে, গতকাল যেসব জায়গায় বিসর্জন হয়নি আজকে বিসর্জন হবে। তাই আজ সকাল থেকেই বাকি মন্ডপগুলিতে মাকে বরণ করার জন্য আয়োজন ছিল সকাল থেকেই। বিভিন্ন এলাকা জুড়ে কিছু কিছু জায়গায় মাকে বরণ করতে দেখা গেছে বাড়ির গৃহবধূদের। স্বাস্থ্যমতে গতকাল হয়ে গেলেও আজকেও বহু প্যান্ডেলে বাড়ির বউদের বিজয়া দশমী পালন করতে দেখা যায়। শিলিগুড়িতে এবার আবহাওয়া ভালো থাকায় প্যান্ডেল গুলিতে ভীরু উপচে পড়েছিল।