বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সামনেই লোকসভা নির্বাচন (Lok sabha Election 2024) দিন ঘোষণা না হলেও চলতি মাসের মাঝামাঝি সময় লোকসভা ভোটের দিন ঘোষণা হয়ে যাবে বলেই খবর। ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। আজ শুক্রবার থেকে বাংলাকে পাখির চোখ করে প্রচারে নেমে পড়লেন নরেন্দ্র মোদীও।
আরামবাগ থেকে বাংলার সব আসনে বিজেপিকে জেতানোর ডাক দিলেন তিনি। যা নিয়ে উচ্ছ্বসিত বাংলার বিজেপি নেতৃত্ব। সত্যিই কি এবার বাংলায় লোকসভায় ভালো ফল হবে বিজেপির?
India TV-CNX সম্প্রতি বাংলার ৪২ আসনে ফলাফল কেমন হতে পারে সেই সংক্রান্ত একটি সমীক্ষা চালিয়েছে। এখনই যদি ভোট হয় তাহলে কেমন ফল হবে সে বিষয়ে তথ্যও সামনে এনেছে। যা কার্যত চমকে দেওয়ার মতো। বিশেষ সমীক্ষায় বিজেপির ফল তৃণমূলকে চাপে ফেলবে বলেই ইঙ্গিত।
কি বলছে India TV-CNX এর সমীক্ষা?
আজ শুক্রবার India TV-CNX এর সমীক্ষা সামনে এনেছে সর্বভারতীয় সংবাদমাধ্যম। আর তাতে দেখা যাচ্ছে গত বারের আসন সংখ্যাকেও ছাড়িয়ে যাচ্ছে বিজেপি। ৪২ টি আসনের মধ্যে ২০ টি আসন বিজেপি পেতে পারে বলে ইঙ্গিত ওই সমীক্ষায়। বাকি ২১ টি আসন যেতে পারে তৃণমূলের ঘরে।
বাকি একটি আসন কংগ্রেস পেতে পারে বলেও ইঙ্গিত করা হয়েছে। এবারও বামেরা তেমন ভালো ফল করতে পারবে না। গত মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ৫ থেকে ২৩ তারিখের মধ্যে এই সমীক্ষা করে India TV-CNX। আর তাতেই এই তথ্য সামনে এসেছে।
ভোট শতাংশ একনজরে-
India TV-CNX এর ওপিনিয়ন পোলে ইঙ্গিত, এখনই যদি লোকসভা ভোট হয় তাহলে শাসকদল তৃণমূল 44.5 শতাংশ ভোট পেতে পারে। জোর টক্কর দেবে বিজেপিও। সমীক্ষা অনুযায়ী, 43 শতাংশ ভোট বিজেপি পাবে বলে দাবি India TV-CNX এর ওপিনিয়ন পোলে। বামেরা পেতে 5.68 শতাংশ, কংগ্রেস 3.62 শতাংশ এবং অন্যান্যরা 3 শতাংশ ভোট পেতে পারে বলে সমীক্ষায় উঠে এসেছে।
৩৫ টার্গেট শাহের
ফের একবার বাংলাকে পাখির চোখ মোদী-শাহের! ইতিমধ্যে বঙ্গ বিজেপি নেতৃত্বকে ৩৫ টি আসন জেতার টার্গেট বেঁধে দিয়েছেন শাহ। আর সে লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছেন সুকান্ত-শুভেন্দুরাও। এই অবস্থায় India TV-CNX এর সমীক্ষা কিছুটা হলেও তাঁদের স্বস্তি দেবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। বলে রাখা প্রয়োজন, ২০১৯ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিজয় রথ ২২ টি আসনেই থমকে গিয়েছিল। সেখানে ১৮ টি আসন পেয়ে অভাবনীয় উত্থান হয় দিলীপ ঘোষের নেতৃত্ব বিজেপির।