বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রশাসনিক বৈঠক করতে উত্তর কন্যা এসে পৌছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে প্রশাসনিক বৈঠক। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে উচ্চ
পদস্থ অফিসারদের সাথে বৈঠক করবেন তিনি। সেখান থেকে আগামীকাল পাহাড়ে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। পাহাড়ে কিছু বৈঠক সেরে, জলপাইগুড়িতে গিয়ে সেখানেও তিনি গুরুত্বপূর্ণ বৈঠক সারবেন বলে খবর পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী সাথে এসেছেন নবান্ন উচ্চপদস্থ আধিকারিকেরা। আপাতত কোনো কিছু না ভেবে শুধুমাত্র বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চান মুখ্যমন্ত্রী, ঘনিষ্ঠ তিনি জানিয়েছেন পাহাড়ের অবস্থা নিয়েও তিনি অত্যন্ত চিন্তিত। কারো পূজোর সময় পাহাড়ে বহু পর্যটক বাইরে থেকে বেড়াতে আসেন, তাদের দিয়ে পাহাড়ের অর্থনৈতিক উন্নয়ন হয়। বৃষ্টি ও ধ্বসের কবলে পড়ে বিপর্যস্ত কিছুটা দার্জিলিং এবং সিকিম। তাই পাহাড়ের দ্রুত মেরামতির কাজ স্বার্থে চার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এ ব্যাপারে তিনি তার দলীয় নেতৃত্বকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। যাতে পুজোর আগেই যেন পাহাড়ের অবস্থা কিছুটা হলেও স্বাভাবিক করতে পারা যায়। উত্তরবঙ্গে আজ মুখ্যমন্ত্রী আসার খবরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে । তবে এই প্রশাসনের বৈঠকে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কে কে থাকবেন তা এখনো জানতে পারা যায়নি।