বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সম্প্রতি ‘থ্রেট কালচার’ নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। এবার সেই দলে আবার নাম লেখালেন তৃণমূল বিধায়ক হুমায়ুন। হুমায়ুন বলেন,’৫০টা ডাক্তারকে ঘরে ঢোকাতে ২ মিনিট লাগবে আমার’, প্রয়োজনে খোদ নেত্রীর কথা তিনি শুনবেন না।

 

তাঁকে কেউ জেলে ঢুকিয়ে দিলেও তিনি নাকি থামবেন না। ঘেরাও করে রাখবেন চিকিৎসকদের। একদিন আগে এ ভাষাতেই হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল তৃণমূল সাংসদ হুমায়ুন কবীরকে। যা নিয়ে রাজনৈতিক মহল তো বটেই চিকিৎসক মহলেও প্রতিবাদের ঝড় ওঠে। এবার এ ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তাঁর বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে অভিযোগ জানালেন আইএমএ বহরমপুর শাখার সম্পাদক রঞ্জন ভট্টাচার্য। চিকিৎসকেরা স্পষ্ট বলেন, এভাবে থ্রেট কালচারকে আবার খোদ বিধায়ক সামনে নিয়ে আসলেন।

এর আগেও তিনি জুনিয়র ডাক্তারদের একাধিকবার হুমকি দিয়েছেন। জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে লাগাতার আক্রমণাত্মক মন্তব্য করা নিয়ে হুমায়ুনের বিরুদ্ধে একগুচ্ছ ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। একইসঙ্গে মুর্শিদাবাদের জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে অবলম্বে হুমায়ুনের বিরদ্ধে পদক্ষেপ করারও আর্জি জানিয়েছেন তিনি। লিখছেন, ‘আগে তো একাধিক বার হুমকি দিয়েছেন কিন্তু ২৮ তারিখ করা তাঁর মন্তব্য সব সীমা পার করে গিয়েছে। তিনি বলছেন ৫০ হাজার অনুগামী নিয়ে হাসপাতাল ঘেরাও করবেন।’তিনি আরও বলেন, ”আমার বিরুদ্ধে এফআইআর করার হিম্মত কোথা থেকে পায়?” জুনিয়র ডাক্তারদের এভাবে হুমকি দেওয়ায় প্রবল ক্ষুব্ধ তারা। তারা প্রধান বিচারপতি ও মুখ্যমন্ত্রীর কাছে এই নিয়ে লিখিত অভিযোগ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *