বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:পুজোর বাজারে একটি দাবিহীন ট্রলি ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়াল আলিপুরদুয়ার মায়া টকিজ রোডে। মায়া টকিজ রোডে অবস্থিত একটি বেসরকারি ব্যাংকের পাশে থাকা বিলেতি মদের দোকানের সামনে পড়েছিল কালো রঙের ট্রলি ব্যাগ টি।
ঘটনার গুরুত্ব বুঝে স্থানীয় দোকানদাররা আলিপুরদুয়ার থানায় ফোন করে বিষয় টি জানায়। খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায় আলিপুরদুয়ার থানার পুলিশ।পুলিশ পৌঁছে উৎসাহী মানুষজন কে সরিয়ে দিয়ে এলাকাটিকে ঘিরে ফেলে। এবং বিষয়টি নিয়ে খোঁজখবর করতে শুরু করে।অতীতে আলিপুরদুয়ারে বোম্ব উদ্ধারের ঘটনা ঘটেছে বলে, পুলিশ প্রশাসন কোনো রকম রিস্ক নেয় নি পুজোর মুখে। এরপর খবর দেওয়া হয় বোম্ব স্কোযাড কে। বিকেলে বোম্ব স্কোযাড এসে ওই ট্রলি ব্যাগ টি খুললে, তার ভেতর থেকে বেরিয়ে আসে জামাকাপড়, টর্চ লাইট ইত্যাদি। মহকুমা পুলিশআধিকারিক শ্রীনিবাস এম পি জানান, কেউ কেনাকাটা করতে এসে হয়তো ভুল করে ব্যাগ টি ফেলে গেছে। আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। ব্যাগটিতে যে বোম্ব নেই তা নিশ্চিত হওয়ার পর হাফ ছেড়ে বাঁচেন এলাকার ব্যাবসায়ী সহ স্থানীয় বাসিন্দারা।