বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ বৃষ্টি হবে দুই বঙ্গেই। উত্তরে বৃষ্টির তীব্রতায় কালিংপংয়ে শুক্রবার পাহাড়ে ধস নেমেছে। বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। রাস্তা আপাতত বন্ধ আসে।
আজ আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে,আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আবহাওয়ার উন্নতি হবে। কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি থাকবে। তাপমাত্রা ক্রমশ বাড়বে সঙ্গে অস্বস্তিও। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। আবহাওয়ার ক্রমশ উন্নতি হবে। সোমবার পর্যন্ত বৃষ্টি পরিমাণ ক্রমশ কমবে। তবে বৃষ্টি বন্ধ হচ্ছে না। পুজোতে বৃষ্টির প্রবল সম্ভাবনা। আজ, শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ২.৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০ থেকে ৯৭ শতাংশ।
অন্যদিকে, উত্তরবঙ্গে আজ, শনিবারও পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে। আগামিকাল, রবিবার থেকে সোমবার পর্যন্ত ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। তিস্তার জলস্তর ইতিমধ্যে অনেকটা বেড়ে গেছে। আবার নতুন করে উত্তরে বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে।