বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কথাটা শুনে চমকে যাবেন না। এমন ঘটনা ঘটাতে বাদ্ধ হয়েছে কানপুর স্টেডিয়াম কর্তৃপক্ষ। আসল কথা হলো কানপুর স্টেডিমে প্রবল বাঁদরের উৎপাত।
দর্শকদের উপর রীতিমত তারা মাঝে মাঝে আক্রমন করে বসে। অবশেষে ভারত-বাংলাদেশ টেস্টে ভরসা লাঙ্গুর প্রজাতির প্রাণী। আর সেটা করাও হয়েছে বাঁদরের হাত থেকে দর্শকদের বাঁচার জন্য! উত্তরপ্রদেশের টেস্টে নিরাপত্তার অভিনবত্বে ইতিমধ্যেই কাত সোশাল মিডিয়া। এমন অভিনব পাহারাদার আগে কখনো দেখা যায় নি।
ভারত বাংলাদেশ সিরিজের প্রথম টেস্টে জিতে ভারত এখন অনেকটা ফ্রন্টফুটে। দ্বিতীয় টেস্টে মুখোমুখি ভারত ও বাংলাদেশ। রোহিতরা প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে আছেন। এদিনের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লড়ে যাচ্ছে বাংলাদেশ। তার মধ্যে ইতিউতি তাকালে হয়তো সাক্ষাৎ হয়ে যেতে পারে লাঙ্গুরদের সঙ্গে। এবং মজার বিষয়, রীতিমতো প্রশিক্ষিত তারা। সঙ্গে রয়েছেন ট্রেনাররাও। এই লাঙ্গুরই তাড়াচ্ছে বাঁদরকে। মাঠে দর্শকদের থেকে প্রায়ই খাবার-দাবার ছিনিয়ে নেয় বাঁদররা। এমনকী মোবাইল ফোনও রেহাই পায় না তাদের হাত থেকে। নিরাপত্তারক্ষীরা অবশ্য আছেন। কিন্তু তাতেও রক্ষা থাকে না অধিকাংশ সময়। অবশেষে অগতির গতি লাঙ্গুর। তারা কিন্তু ভালো কাজ করছে।