বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সন্দেশখালিতে এবার গ্রেফতার আইএসএফ নেত্রী। সন্দেশখালিতে অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ISF নেত্রী জুবি সাহাকে। শুক্রবার তাঁকে গ্রেফতার করে সন্দেশখালি থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এই আইএসএফ নেত্রী জুবি সাহা সন্দেশখালিতে মিড ডে মিলের কর্মীদের েবতন বৃদ্ধির জন্য আন্দোলন করছিলেন। নিউটাউন থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। এর আগেও সন্দেশখালিতে আরও এক আইএসএফ নেত্রীকে গ্রেফতার করা হয়েছিল। তার মুক্তির প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছিলেন আইএসএফ কর্মীরা।
গতকাল পুলিশ গ্রেফতার করেছে সন্দেশখালির বাঘ শাহজাহান শেখকে। বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয় তাঁকে। তারপরে সকালেই তাঁকে আদালতে পেশ করে পুলিশ। একেবারে বাঘের মতোই আদালতে হাজিরা দেন শাহজাহান শেখ। সন্দেশখালির তদন্ত ভার দেওয়া হয়েছে সিআইডিকে। ১০ দিনের পুলিশ হেফাজত দেওয়া হলেও ভবানীভবনে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।
শাহজাহান শেখের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে এই গ্রেফতারি লোক দেখানো। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি সত্যিই পুলিশের নিরাপদ আশ্রয়ে ছিলেন শাহজাহান শেখ। সন্দেশখালির বেতাজ বাদশার গ্রেফতারির পর আদালতের দ্বারস্থ হয়েছে ইডি। আদালতে তাঁরা তথ্য প্রমাণ নষ্টের আশঙ্কা প্রকাশ করেছেন। ইডি প্রধান বিচারপতির কাছে আর্জি জানিয়েছে যে শাহজাহান শেখ গ্রেফতার হওয়ার পর পুলিশ তথ্য প্রমাণ নষ্ট করতে পারে।
এদিকে শাহজাহান শেখের গ্রেফতারির পর সন্দেশখালির বাসিন্দারা অকাল হোলিতে মেতেছিলেন। গ্রামের বাসিন্দারা শাহজাহান শেখ এবং তাঁর দলবলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছিলেন। এদিকে সন্দেশখালির অশান্তি তদন্তে এবার তৎপর হয়েছে পুলিশ। শাহজাহান শেখের গ্রেফতারির পরেই চলছে পর পর ধরপাকড়।
িনউটাউনে নাতাশা খানের বাড়িতে ছিলেন জুবি সাহা। রাতেই নিউটাউন থানার পুলিশ পৌঁছে গিয়েছিল সেখানে। রাতভর ফ্ল্যাটের বাইরে পাহাড়ায় ছিল পুলিশ। সকালে জুবি সাহাকে গ্রেফতার করে সন্দেশখালি থানার পুলিশ। এর আগে আয়েশা বিবি নামে আরেক আইএসএফ নেত্রীকে গ্রেফাতার করা হয়েছিল। বুধবারেই তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।
এর আগে আইএসএফ সুপ্রিমো নওশাদ সিদ্দিকিকে গ্রেফতার করা হয়েছিল। সন্দেশখালিতে যেতে চেয়েছিলে তিনি। কিন্তু পুলিশ সায়েন্সসিটির কাছে তাঁর পথ আটকে তাঁকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে গিয়েছিল। পরে অবশ্য ছেড়ে দেওয়া হয়। নওশাদ সিদ্দিকি রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন সন্দেশখালিতে তাঁর দলের নেতাকর্মীেদর উপরে হামলা চালানো হচ্ছে।