বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ জটিল। হাসিনা পর্বের শেষে আওয়ামি লিগের বহু নেতা, মন্ত্রী ও কর্মীদের উপর অত্যাচার চলেছে বাংলাদেশে। সেই ক্ষোভ যেন আছড়ে পড়লো আমারিকায়।

 

বাংলাদেশের অন্তরবর্তী সরকারের প্রধানকে আমেরিকায় প্রবাসী বাংলাদেশীদের বিদ্রোহের মুখে পড়তে হলো। রাষ্ট্রপুঞ্জের ৭৯তম সাধারণ সভায় যোগ দিতে গিয়ে প্রবাসী বাংলাদেশীদের বিক্ষোভের মুখে পড়লেন ইউনুস। নিউইয়র্কের যে হোটেলে মহম্মদ ইউনুস উঠেছেন, তার বাইরে বিক্ষোভ দেখান মার্কিন-বাংলাদেশি নাগরিকদের একটি বড় দল। ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন বলে অভিযোগ তাঁদের। একই সঙ্গে ইউনুস সরকারের আমলে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে ধরনের হামলা হয়েছে, তার বিরুদ্ধেও প্রতিবাদ জানান তাঁরা। স্বাভাবিক কারণেই খুবই বিড়ম্বনায় পারেন মহম্মদ ইউনুস। একটা বিষয় স্পষ্ট যে এখনও বিশ্বের বিভিন্ন প্রান্তে শেখ হাসিনার প্রচুর ভক্তরা আছেন।

পুলিশ খুব সহজে সেই বিদ্রোহকে নিয়ন্ত্রণ করলেও সমাজ মাধ্যমকে কেউ আটকাতে পারে নি। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন, ‘গো ব্যাক ইউনুস’ এবং ‘স্টেপ ডাউন ইউনুস’। কয়েকটি ছবিতে বিক্ষোভকারীদের হাতে ‘শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী’ লেখা পোস্টারও দেখা গিয়েছে। এছাড়া পোস্টারে লেখা ছিল, ‘ড. ইউনুস অবৈধ সরকার’, ‘সংবিধান ভঙ্গের সরকার ইউনুস সরকার’। এমনকি, তাঁকে ‘হিন্দু কিলার’ বা হিন্দু-হত্যাকারী বলেও স্লোগান দেওয়া হয়েছে। তাঁর ফাঁসি চাওয়া হয়েছে। সংবাদ সংস্থা এএনআইকে বিক্ষোভকারীদের একজন, শেখ জামাল হোসেন বলেছেন, “মহম্মদ ইউনুস অসাংবিধানিকভাবে, অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করেছেন। তিনি নোংরা রাজনীতি দিয়ে ক্ষমতা দখল করেছেন এবং প্রচুর লোককে হত্যা করা হয়েছে।” এমন পরিস্থিতিতে ক্ষোভ বাড়ছে বাংলাদেশে বি এন পি ও পাকিস্তানপন্থী সমর্থকদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *