বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আবার দক্ষিণবঙ্গে বন্যার ভ্রূকুটি। ইতিমধ্যেই বৃহস্পতিবার মৌসমভবন থেকেই পুজোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন। আবার শুক্রবার সকালে আবহাওয়া অফিস সূত্রে আগামী ২৪ ঘন্টার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে। তবে দাপট কমবে। এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মূলত পশ্চিমের জেলাগুলিতে। তালিকায় বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। এছাড়াও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই বৃষ্টির ধারা চলবে ৩০ তারিখ পর্যন্ত। তারপরে সামান্য কিছুটা বিড়তির পরে আবার শুরু হবে বৃষ্টি। পুজোর সময়ও বৃষ্টির সম্ভাবনা থাকছেই। অক্টোবরের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে বাংলায়। ফলে পুজোর সময় দুর্যোগের আশঙ্কা থাকছেই। সমস্যায় পড়েছে বিভিন্ন পুজো কমিটি। তাদের মঞ্চ সজ্জার কাজে বাধা সৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত আজ শুক্রবার বেলা গড়ালে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। আবহাওয়ার উন্নতি হবে। তবে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
অন্যদিকে বৃষ্টি বাড়বে উত্তরে।দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কোচবিহারে। জারি রয়েছে সতর্কতা। এছাড়া মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ৩০ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে জেলাগুলিতে। পুজোর দিনগুলোতে উত্তরবঙ্গেও বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।