বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তথ্য চুরি ঠেকাতে সরকার,ইন্টারনেটে নাগরিকদের আধার ও প্যানের বিশদ বিবরণ আছে, এমন ওয়েবসাইটগুলি বন্ধ করে দিয়েছে। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক, কিছু ওয়েবসাইটকে চিহ্নিত করে, যেখানে আধার ও প্যান সহ নাগরিকদের স্পর্শকাতর শনাক্তযোগ্য তথ্য রয়েছে।
আধার কর্তৃপক্ষ, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া,২০১৬-র আধার আইনের ২৯-এর চার ধারা লঙ্ঘন নিয়ে অভিযোগ দায়ের করে। এই ধারা অনুযায়ী আধারের তথ্য জনসমক্ষে প্রকাশ করা যায় না।
ওই ওয়েবসাইটগুলিতে নিরাপত্তা সংক্রান্ত কিছু ত্রুটিও খুঁজে পায় ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। সাইটগুলির মালিকদের, ত্রুটি সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।