বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ১৩৩ টি অর্থনীতির মধ্যে ‘বিশ্ব উদ্ভাবন সূচক’-এ ৩৯-তম স্থানে উঠে এসেছে ভারত। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল এক সোশ্যাল মিডিয়া পোস্টে ভারতের এই অসামান্য সাফল্যের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, মধ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলের ১০ টি অর্থনীতির মধ্যে ‘বিশ্ব উদ্ভাবন সূচক’-এ ভারতের স্থান প্রথম।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্ণায়ক নেতৃত্ব এবং পথ নির্দেশেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। শ্রী গোয়েলের কথায় নিম্ন ও মধ্য আয়ের অর্থনীতি গুলির মধ্যেও ভারত শীর্ষস্থানে রয়েছে। বিশ্ব মেধাসত্ত্ব সংগঠন- WIPO-র বিজ্ঞান ও প্রযুক্তির ক্লাস্টার র‍্যাঙ্কিং-এ ভারত রয়েছে চতুর্থ স্থানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *