বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং মহাসড়ক দপ্তরের মন্ত্রী নীতিন গড়করি, বিকল্প সরঞ্জাম ব্যবহার, বর্জ্যকে সম্পদে পরিণত করার উদ্ভাবনী প্রযুক্তি এবং গুণমান বাড়ানোর জন্য সর্বোত্তম ব্যবস্থা কাজে লাগানো, নির্মাণের কাজ তরাণ্বিত করা ও প্রকল্পের ব্যয় কমানোর পক্ষে জোরালো সওয়াল করেছেন। সেতুতে অগ্রগতি বিষয়ে এক আন্তর্জাতিক সম্মেলনে গতকাল তিনি ভাষণ দিচ্ছিলেন।
মন্ত্রী বলেন, কর্মসূচিতে ছাড়পত্রের জন্য ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেম ,প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়া ত্বরান্বিত করবে। সড়ক তৈরি ও সেতুর প্রাথমিক কাঠামোর নির্মাণে , পৃথক করা পৌর ক্ষেত্রের বর্জ্য, ছাই, প্লাস্টিক, রাবার এবং বাঁশের ব্যবহার নির্মাণের খরচ কমানো এবং প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করতে সহায়ক হবে। গড়কড়ি আরো বলেন, লজিস্টিকসের খরচ কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এক্ষেত্রে খরচ আরো কমানোর জন্য উন্নত মহাসড়ক এবং বৈদ্যুতিন যান ও দূষণমুক্ত শক্তি সহ উন্নত গণপরিবহন ব্যবস্থার গুরুত্বের কথা তুলে ধরেন। ইন্ডিয়ান রোডস কংগ্রেস পিআইএআরসি এবং কর্ণাটক সরকারের পূর্ত দপ্তরের যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।