বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:কেন্দ্র, Variable Dearness Allowance বা পরিবর্তনশীল মহার্ঘ ভাতা সংশোধন করে ন্যুনতম মজুরির হার বাড়ানোর কথা ঘোষণা করেছে। আগামী পয়লা অক্টোবর থেকে তা কার্যকর হবে।
সংশোধিত এই হার অনুযায়ী নির্মাণ ও সাফাই ক্ষেত্রে, ‘এ’ গ্রুপের শ্রমিক এবং মাল ওঠা নামার মতো অদক্ষ কাজের জন্যে মজুরির হার হবে দিনে ৭৮৩ টাকা। অর্ধ দক্ষ শ্রমিকদের জন্যে ন্যুনতম মজুরি ধরা হয়েছে প্রতিদিনে ৮৬৮ টাকা করে।
অন্যদিকে দক্ষ শ্রমিক এবং অস্ত্র বিহীন নৈশ রক্ষী ও প্রহরারত কর্মীদের জন্যে দৈনিক ৯৫৪ টাকা করে মজুরি ধার্য করা হয়েছে। উচ্চ প্রশিক্ষিত দক্ষ শ্রমিক ও অস্ত্রধারী নৈশ রক্ষী ও প্রহরারত কর্মীরা দিনে ১ হাজার ৩৫ টাকা করে পাবেন।