বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এই মর্যাদা তারা পেতে চলেছে দুর্গা প্রতিমার উচ্চতা নিয়ে। এর আগের দেশপ্রিয় পার্কের ৮০ ফুটের দুর্গা ও অসমের ১০০ ফুটের দুর্গাকেও ছাপিয়ে যাবে। কিন্তু এখন সবটাই নির্ভর করছে আদালতের উপর।

 

পুজো নিয়ে মমতার প্রশাসনিক বৈঠকের পরেই নড়েচড়ে বসে পুলিশ। সেখানেই কোনও পুজো নিয়ে যাতে মানুষের সমস্যা না হয় সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এরপরই পুলিশের তরফে রানাঘাটের ওই পুজো কমিটিকে দেওয়া হয় কাজ বন্ধ রাখার নির্দেশ। বসেছে পুলিশ পিকেট। একেবারে শেষবেলায় এই কাণ্ডে চিন্তায় ঘুম উড়েছে পুজো উদ্যোক্তাদের। জল গড়িয়েছে আদালতে। এখন আদালতের উপর সবটাই নির্ভর করছে।

জানা যাচ্ছে, এই পুজো নিয়ে এবার জেলাশাসকের সিদ্ধান্ত জানতে চাইল হাইকোর্ট। এদিকে পুজো উদ্যোক্তারা চাইছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলতে। তাঁরা বলছেন তাঁদের দুর্গা আকারে আগের দেশপ্রিয় পার্কের ৮০ ফুটের দুর্গা ও অসমের ১০০ ফুটের দুর্গাকেও ছাপিয়ে যাবে। তাদের পরিকল্পইত প্রতিমা ১১২ ফুট বলেই তারা জানিয়েছেন। কিন্তু, এখানেও সিঁদুরে মেঘ দেখছে পুলিশ-প্রশাসন। অত্যধিক ভিড়ে পদপিষ্ট হওয়ার মতো ঘটনারও আশঙ্কা করা হচ্ছে। তাতেই শেষ বেলায় কাজ বন্ধের নির্দেশ পুলিশের। জেলা শাসক ও কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তের উপরই নির্ভর করবে পুজার ভবিষ্যৎ। প্রাথমিকভাবে জেলা শাসককেই পুজার অনুমতি নিয়ে সিদ্ধান্তের নির্দেশ দিলেন বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *