বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বীরভূমে প্রশাসনিক বৈঠকের পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে রিপোর্ট দেন। তিনি যেমন ডিভিসির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন, তেমনই কিভাবে সরকার ও তাঁর দল ত্রাণ নিয়ে ঝাঁপিয়ে পড়েছে – সে কথাও বলেন।
তিনি বলেন, কেন্দ্রীয় সরকার তিন বছর ধরে গৃহ নির্মাণে কোনো টাকা দিচ্ছে না। কিন্তু রাজ্য সরকার নিজের উদ্যোগেই বাড়ি নির্মাণে হাত দিয়েছে। তাঁর লক্ষ দরিদ্র মানুষের ৪০ লক্ষ বাড়ি নির্মাণ করে দেবেন। তিনি বলেন, জল নেমে গেলেই দেখা হবে যে কত বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সেই সমস্ত বাড়ি কেরে দেওয়া হবে। এখুনি মাইনোরিটি ডিপার্টমেন্ট থেকে ৬৫ হাজার বাড়ির কাজ শুরু হবে।
সেই প্রসঙ্গেই তিনি বলেন, কেন্দ্রীয় সরকার গত তিন বছর ধরে কোনো টাকা দিচ্ছে না। ১০০ দিনের কাজ প্রকল্প কেন্দ্রে বন্ধ করে দিয়েছে। রাজ্য সরকার ৫০ দিনের কাজের প্রকল্প শুরু করেছে। মিড ডে মিল থেকে স্বাস্থ্যবীমা সমস্ত কিছু এক সঙ্গে চলবে। পুজো পর্বটা মিটে গেল রাজ্য সর্ব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে।