বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দীর্ঘ সময়ের পোড়খাওয়া রাজনীতিবিদ। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অন্যতম সৈনিক। দমদমের সাংসদ সৌগত রায় এখন অনিশ্চয়তার মধ্যে। তিনি কি এবার লোকসভা নির্বাচনে তৃণমূলের তরফ থেকে টিকিট পাবেন? সেই প্রশ্ন নিজেই ছুঁড়ে দিয়েছেন।
দোটানায় রয়েছেন কি তৃণমূল নেতৃত্ব? না কি জল্পনা সৌগত রায় নিজেই বাড়ালেন। এই প্রশ্ন উঠে আসছে। লোকসভা ভোটে প্রার্থী হলে তিনি কি জিতবেন? তাই নিয়েও অনিশ্চিত সৌগত। নিজের সংসদীয় এলাকায় একটি সভায় বক্তব্য রেখেছেন প্রবীণ এই রাজনীতিবিদ। সেখানেই জল্পনা উসকে দিয়েছেন।
বৃহস্পতিবার বরাহনগরে একটি সভা ছিল। সেখানেই সৌগত রায় বক্তব্য রেখেছেন। সেখানে সৌগত রায় বলেন, সাংসদ হিসেবে তার ১৫ বছর অতিক্রান্ত হচ্ছে। তৃণমূল দল তাকে টিকিট দেবেন কী না জানা নেই। তিনি প্রার্থী হলে জিততে পারবেন কি? সবই অনিশ্চয়তা মধ্যে রয়েছে। মন্তব্য তৃণমূল সাংসদের।
আর এই নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। কারণ তৃণমূল কংগ্রেস সৌগত রায়কে কি টিকিট দেবে দমদম আসনে? এবার তৃণমূল কি নতুন মুখ খুঁজছে? প্রবীণ সৌগত রায়কে কি এবার সরিয়ে রাখা হবে? একাধিক প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে। দলে নবীন প্রবীণ দ্বন্দ্ব উঠে এসেছিল। তখনও সৌগত রায় সম্পর্কে চর্চা শুরু হয়।
একাধিক সময় সৌগত রায় বিভিন্ন মন্তব্য করেছেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থার কথা তিনি জানিয়েছেন। দুর্নীতি সম্পর্কেও বিভিন্ন সময় মতামত দিয়েছেন তিনি। কিছু ক্ষেত্রে দলীয় নেতৃত্বদের নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। এবারে সেই কারণেই জল্পনা ক্রমশ বাড়ছে। সেই জল্পনাকে কয়েক গুণ বাড়িয়ে দিলেন সাংসদ নিজেই।
এটা কি সৌগত রায়ের রাজনৈতিক পরিকল্পনা? না কি কোনওভাবে দলের প্রতি তার আনুগত্য তিনি দেখালেন! তার বক্তব্যের এই সময়ে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতিও উল্লেখ করেছেন। তিনি না থাকলেও যাতে তার কাজ মানুষের কাছে থেকে যায়। সেই বার্তা সৌগত রায় দিয়েছেন।
এখন তৃণমূল দল কী সিদ্ধান্ত নেবে? সৌগত রায়ের উপরেই কি ভরসা রাখবেন দলনেত্রী? না কী নতুন প্রার্থী হিসেবে কাউকে দেখা যাবে দমদমে?