বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়ে রহস্যমৃত্যু হল কলকাতার ট্যাংরার বাসিন্দা এক ব্যবসায়ীর৷ ভাঙড়ের কাছে গাড়ির ভিতর থেকে উদ্ধার হল ব্যবসায়ীর মৃতদেহ৷
ঘটনায় ওই ব্যবসায়ীর বান্ধবীর বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন নিহতের স্ত্রী৷ অসুস্থ হয়েই ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে, না কি সত্যি তাঁর মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে তা জানতে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷ নিহত ব্যবসায়ীর বান্ধবীকে আটক করেছে পুলিশ৷জানা গিয়ছে, ট্যাংরার বাসিন্দা ওই ব্যবসায়ী বিবাহিতই ছিলেন৷ তাঁর স্ত্রীর অভিযোগ, কয়েকবছর ধরেই অন্য এক মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই ব্যবসায়ী৷ তিনি আরও দাবি করেন, প্রত্যেক রবিবারই বান্ধবীকে নিয়ে কোনও না কোনও হোটেল অথবা রিসর্টে যেতেন তাঁর স্বামী৷পুলিশ সূত্রে খবর, রবিবার ওই বান্ধবীকে নিয়েই উত্তর চব্বিশ পরগণার হাড়োয়ার ঘোষপুর এলাকার একটি রিসর্টে যান ওই ব্যবসায়ী৷ সেখান থেকে ফেরার পথেই ভাঙড়ের পদ্মপুকুরের কাছে ওই ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়েন বলে দাবি করেন তাঁর বান্ধবী৷ গাড়ির ভিতরে ওই ব্যবসায়ী অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেন স্থানীয়রা৷ পরে ভাঙড় থানার পুলিশ ওই ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ ঘটনার খবর পেয়েই ভাঙড়ে পৌঁছন ব্যবসায়ীর স্ত্রী সহ পরিবারের সদস্যরা৷ ঘটনাস্থলে পৌঁছনোর পর নিহত ব্যবসায়ীর স্ত্রী এবং তাঁর বান্ধবীর মধ্যে প্রবল কথা কাটাকাটি শুরু হয়৷ শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে ওই ব্যবসায়ীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়৷ নিহত ব্যবসায়ীর স্ত্রীর অভিযোগ, ওই মহিলার সঙ্গে বেশ কয়েক বছর ধরেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন তাঁর স্বামী৷ ওই ব্যবসায়ীকে তাঁর বান্ধবীই শ্বাসরোধ করে খুন করেছে বলে অভিযোগ করেছেন নিহতের স্ত্রী৷ ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ৷