বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রচন্ড দাবদাহ পুড়ছে শিলিগুড়ি। তাপমাত্রা পৌঁছে গেছে ৩৯° তে। সকাল থেকে রোদ অসহ্য গরমের কারণে বাইরে বেরোতে সাহস করছেন না কেউ। নিতান্ত কাজ না হলে বাইরে বেরোচ্ছেন না কেউ।
আশ্বিন মাসে এই ধরনের গরম শিলিগুড়িতে কেউ দেখেননি বলেই যাবে মানুষের। শিলিগুড়ি এবং তার আশেপাশের বিভিন্ন এলাকায় মানুষ সকাল থেকে বাইরে বেরোচ্ছেন না। এত গরম শেষ কবে শিলিগুড়ি বাসি দেখেছে মনে করতে পারছেন না কেউ। সকাল থেকে রাত পর্যন্ত একই আবহাওয়া শিলিগুড়িতে। রোগের কারণে রাস্তায় অসুস্থ মানুষের সংখ্যা বাড়ছে। রোদের তাপ এতটাই বেড়ে গেছে বিকেলের আগে কেউই কোন কাজ করতে সাহস করছে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী বেশ কয়েকদিন শিলিগুড়িতে এই ধরনের আবহাওয়া থাকবে। তাপমাত্রা না কমলেও মারবার সম্ভাবনা থেকেই যাচ্ছে বলে মনে করছেন আবহাওয়া দপ্তরের অধিকারক এরা। তারা জানিয়েছেন শিলিগুড়িতে এই ধরনের আবহাওয়া একেবারেই বিরল। তবে অক্টোবর মাসের শুরুতে তাপমাত্রা কমে যাবে অনেকটাই বলে মনে করছেন তারা।