বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বিশেষ করে উত্তর সিকিম এ ভয়ানক অবস্থা দেখা দিয়েছে। সিকিম এর রংপো এবং সেলাই ছাড়া রংতং এবং বসও তে বৃষ্টির কারণে আটকে গেছে গোটা জনজীবন।
সিকিম এবং মিরিক এর অবস্থা ভয়ানক হয়ে উঠেছে বলে খবর। রাস্তা ঘাট এবং দোকান বৃষ্টির কারনে একেবারে বন্ধ। মানুষ আটকে আছেন রাস্তায়। বিশেষ করে উত্তর সিকিম একেবারে জলের তলায় চলে গেছে। পর্যটক এরা অনেকেই বেশি টাকা দিয়ে ফিরে গেছেন। অনেকেই আবার সিকিম থেকে দার্জিলিং চলে গেছেন। আরো কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে গোটা সিকিম জুড়ে।