বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ২০১১ সালে নতুন সরকার গঠিত হওয়ার পরেই তাদের একটা অন্যতম রাজনৈতিক আখড়া হয়ে উঠেছিল টলিপাড়া। মূলত মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের উপর এই দায়িত্ব দেওয়া হয়েছিল।
তারপর যা হবার তাই হয়েছে। টলি পাড়ার একটা বড়ো অংশ এখন মুখ্যমন্ত্রীর পাশে ও ক্যামেরার সাথে। কিন্তু সকলের অলক্ষে টলিপাড়া হয়ে উঠছে নারী নির্যাতনের একটা আস্তানা – অন্তত বিরোধীরা তাই বলেন। রাত্রি সাথী, সুরক্ষা বন্ধু তৈরি করে, ফোরাম গঠন করেও কাজের কাজ টলিউডে কিছুই হয়নি। যৌন হেনস্থার শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা টলিউডের এক কেশসজ্জা শিল্পীর। দুঃসংবাদ ভাগ করে নিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। সুদীপ্তা চক্রবর্তী এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এই দুঃসংবাদ দেন। ঠিক কী ঘটেছে? অভিনেত্রী তাঁর পোস্টে লেখেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির কেশশজ্জা শিল্পী তনুশ্রী দাস ( তনু ), আমার হাত ধরেই এই ইন্ডাস্ট্রিতে যার আসা, এই মুহূর্তে হাসপাতালের ইমারজেন্সিতে শুয়ে। Suicide note লিখে রেখে গায়ে কেরোসিন তেল ঢেলে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। কোন রকমে ঠেকানো গেছে। ওকে বাঁচানো গেছে। আর জো কর কাণ্ডের মধ্যে সকলকে চমকে দিয়েছে এই ঘটনা।
আর জি কর কাণ্ডে টলি পাড়ায় অন্যতম প্রতিবাদী মুখ সুদীপ্তা। সেই কারণে শাসক দলের পক্ষ থেকে তাঁকে কথাও কম শুনতে হচ্ছে না। প্রসঙ্গত কিছুক্ষণ আগেই সুদীপ্তা চক্রবর্তী তাঁদের স্ক্রিন ওয়ার্কার্স ফোরামের তরফে মুখ্যমন্ত্রীকে যে চিঠি দেওয়া হয়েছে যৌন হেনস্থা রোখার কথা জানিয়ে সেই বিষয়ে পোস্ট করেছিলেন। তিনি সেই বিষয়ে লেখেন, ‘আমাদের এই ফোরাম এর বয়স মাত্র কয়েকদিন। আমরা এখনও সবার কাছে পৌঁছাতে পারিনি। সবাইকে জানাতে পারিনি। অভয়া কান্ডের প্রতিবাদে সবাই রাস্তায় ছিলাম, নিজের নিজের পেশার কাজ সামলে। আমরা নিশ্চয়ই পৌঁছাব সবার কাছে। একটু সময় লাগবে। শুধু জানবেন, আপনি যদি মহিলা বা প্রান্তিক লিঙ্গের মানুষ হন এবং আপনি যদি ইন্ডাস্ট্রির সঙ্গে কোন ভাবে যুক্ত থাকেন, তাহলে এই ফোরাম আপনারও।