বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:: বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ডুবে যাওয়া ট্রলার এবার দশটি টলার মিলে টেনে আনছে। উল্লেখ্য গত শুক্রবার রাত্রে গভীর সমুদ্রের পাল্টি খায় মৎস্যজীবী টলার, ১৭ জন মৎস্যজীবীর মধ্যে আটজনকে উদ্ধার করা গেলেও ৯ জনকে এখনো উদ্ধার করা যায়নি।
তারা গভীর রাত্রে কেবিনের ভেতরে ঘুমিয়ে ছিল। তাদের শেষ পরিণতি কি হয়েছে। এই ট্রলারটি নামখানা আসার পর উপরে তুললেই তবেই জানা যাবে। আর তার অপেক্ষায় হাজার হাজার মানুষ।