বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:নিয়োগ দুর্নীতি মামলায় ফের তেড়েফফুঁড়ে ইডি। এবার পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাসগুপ্তকে তলব ইডির। আগামীকালই তাঁকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। আয়কর সহ সম্পক্তির যাবতীয় নথি িনয়ে তাঁকে হাজিরা দিতে বলেছে ইডি।
প্রসঙ্গত উল্লেখ্য কয়েক মাস আগে পাটুলিতে এই তৃণমূল কাউন্সিলরের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেখান থেকে বেশ কিছু নথি উদ্ধার করে নিয়ে গিয়েছিলেন। পার্থ চট্টোপাধ্যায়ের ডান হাত বলেই পরিচিত ছিলেন বাপ্পাদিত্য । এবং পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরেই তাঁর উত্থান বলে জানা গিয়েছে।
সেই বাপ্পাদিত্যের কাছে নিয়োগ দুর্নীতির অনেক তথ্য থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা সেকারণে তাঁকে তলব করে জেরা করতে চাইছেন তাঁরা। এদিকে গতকাল নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের কাছে কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছে ইডিকে। আদালতে ইডির আইনজীবী জানিয়েছেন তদন্তে অনেকটাই গতি এসেছে। কণ্ঠস্বের নমুনা সংগ্রহ থেকে অনেক কিছুই হয়েছে। কিন্তু ইডি নিজেই ফেঁসে রয়েছে মামলায়।
মাসের পর মাস ধরে চলছে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত। বেশ কয়েকজন হেভিওয়েট নেতা মন্ত্রী গ্রেফতার হয়েছেন। আবার অনেকে জামিনে ছাড়াও পেয়েছেন। বারবার বাধাও আসছে তদন্তে। কিন্তু ফেলুদার মতো তাঁরা তদন্তের কিনারা করেই ছাড়বেন বলে আদালতে জানিয়েছে ইডির আইনজীবী।
বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ছিল মামলার শুনানি। সেই শুনানিতেই তিনি ইডিকে প্রশ্ন করেছিলেন এতো দেরি কেন হচ্ছে। এমন তদন্ত হচ্ছে যে সকলেই বেরিয়ে আসবেন। কাউকেই আর হাতে পাওয়া যাবে না। বিচারপতির এই প্রশ্নের প্রেক্ষিতেই ইডির আইনজীবী দাবি করেছে তারা এই মামলার কিনারা করেই ছাড়বেন।