বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দক্ষিণ-পশ্চিমবঙ্গ কয়েকদিন প্রবল বৃষ্টিতে সম্পূর্ণ বিপর্যস্ত। মুখ্যমন্ত্রী নিজে হুগলী ও মেদিনীপুর গিয়েছেন। যদিও গত দু’দিন তেমন ভারী বৃষ্টি হয় নি। তবে আরো বৃষ্টির সম্ভাবনা রয়েই গেছে।
বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে ফের বৃষ্টির সম্ভাবনা আছে। জানানো হয়েছে, নিম্নচাপের প্রভাব না থাকায় আগামী কয়েকদিন রাজ্যে তেমন ঝেঁপে বৃষ্টি হবে না। তবে অল্পবিস্তর বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য বৃষ্টিপাতের (Rainfall Alert) সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা আজ অল্পবিস্তর ভিজতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কোথায় কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ৩/৪ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। আগামীকাল তথা শুক্রবার অবশ্য দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। ওই ৫টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে যথেষ্ট উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। DVC অতিরিক্ত জল ছাড়ায় ঘাটাল সম্পূর্ণ জলমগ্ন।
অন্যদিকে উত্তরবঙ্গের ফোরকাস্টে জানানো হয়েছে, ওদিকের কোনও জেলায় আপাতত ভারী বর্ষণের সম্ভাবনা নেই। আজ উত্তরের প্রত্যেকটি জেলার একটি অথবা দু’টি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে দার্জিলিং ও কালিংপঙে ভারী বৃষ্টি হলেও হতে পারে।