বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মঙ্গলবার ছিল শীর্ষ আদালতে আর জি কর কাণ্ডের তৃতীয় শুনানি। আর তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটা খবর প্রচারিত হয় যে সুপ্রিম কোর্টে লড়াই চালানোর জন্য জুনিয়র চিকিৎসকেরা অর্থ সাহায্য চাইছে।
এই খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন জুনিয়র ডাক্তারদের ফোরাম। ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’ সাফ জানিয়েছে, এই ধরনের কোনও সাহায্য চাননি জুনিয়র চিকিৎসকরা। তাঁরা বলছেন, এই আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার খরচ তাঁরা নিজেরা বহন করছেন। তাঁরা জানান, এখনও পর্যন্ত আর্থিক সাহায্য চেয়ে কোনও পোস্ট তাঁরা সোশ্যাল মিডিয়ায় করেননি। ফলে এই ধরমের বার্তা আর্থিক প্রতারণার ফাঁদ বলে দাবি করা হয়েছে।
তারা স্পষ্ট করে জানায়, কখনো যদি অর্থ সাহায্যের প্রয়োজন হয় তাহলে তারা তা সাংবাদিক সম্মেলন করে জানাবে। সকলের কাছে আবেদন করেন কোনো প্রতারনা চক্রে পা দেবে না। খানিকটা সাইবার প্রতারণার ফাঁদের ইঙ্গিত দিয়েই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা বলছেন,’যে সমস্ত পোস্ট করা হচ্ছে, সেগুলিতে টাকা পাঠাবেন না, তা ভুয়ো।’ সকলকে তারা সাবধান করে দেন।