বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পয়লা অক্টোবর পর্যন্ত আদালতের অনুমতি ছাড়া দেশের কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে ‘বেআইনি নির্মাণ’ ভাঙার যুক্তি দিয়ে বুলডোজ়ার চালানো যাবে না বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। তবে সরকারি রাস্তা, জলাশয়, রেললাইনের ধার বা ফুটপাথ জবরদখল করে গড়ে ওঠা বেআইনি নির্মাণের ভাঙার ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে না।
বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চে আজ অপরাধের মামলায় যারা অভিযুক্ত, তাদের বাড়ি ও অন্যান্য সম্পত্তি বুলডোজ়ারের মাধ্যমে ভেঙে ফেলার সিদ্ধান্তের বিরোধিতা করে একগুচ্ছ আবেদনের শুনানি হয়। এরপরই বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশ জারি করে। পয়লা অক্টোবরই মামলার পরবর্তী শুনানি।