বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রুগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক গন্ডগোল সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হসপিটালে

একেই আর জি কর নিয়ে উত্তপ্ত সারা বাংলা। তার মধ্যে মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজে এক রুগীর মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়ে পরে উত্তেজনা। রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসককে কাঠগড়ায় তুললেন মৃত রোগীর পরিজনেরা।

 

জানা গিয়েছে, টিটাগর তালপুকুর এম্পায়ার জুট মিলের ১ নম্বর লাইনের বাসিন্দা প্রশান্ত কুমার সাউ। ৪৯ বছর বয়সী প্রশান্ত সাউ জুট মিলের প্রাক্তন শ্রমিক ও বর্তমানে হোটেল চালাতেন। জ্বর ও শারীরিক সমস্যা নিয়ে গতকাল ব্যারাকপুর বিএনবসু মহকুমা হাসপাতালে ভর্তি হন। রাতে পরিস্থিতি খারাপ হাওয়ায় হাসপাতালের তরফ থেকে, সাগর দত্ত হাসপাতালে রেফার করা হয়। আর রক্ষণ থেকেই শুরু হয় সমস্যা । রুগীর পরিবারের অভিযোগ সাগর দত্ত হসপিটালে কোনো পরিষেবা পায় নি তারা।

মঙ্গলবার গভীর রাতে তাকে নিয়ে যাওয়া হয় সাগর দত্তের এমার্জেন্সিতে। কিন্তু এরপরই রোগীর পরিবারের পক্ষ থেকে চিকিৎসকের গাফিলতের অভিযোগ তোলা হয় । অভি‌যোগ, ইমারজেন্সিতে দীর্ঘক্ষণ রোগীকে ফেলে রাখার কারণে ওই রোগীর মৃত্যু হয়েছে। রোগীর জ্বর, হাই সুগার এবং হৃদরোগেরও সমস্যা ছিল বলে জানা গিয়েছে। পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, কর্তব্যরত অবস্থায় ডাক্তার মদ্যপ ছিলেন। এমনকি তিনি কথাও বলতে পারছিলেন না এবং সঠিকভাবে লিখতেও পারছিলেন না বলে জানান রোগীর পরিজনেরা। রোগীর ইসিজি রিপোর্টও ঠিক মতো দেখতে পারেননি তিনি। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন মৃত রোগীর পরিজনেরা। এই নিয়ে তদন্ত শুরু করেছে সাগর দত্ত হসপিটালে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *