বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শেখ শাহজাহান পুলিশের জালে। এটি গ্রেফতার নয়, মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট। এমনই কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকালেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালি ঘটনা নিয়ে একাধিক মন্তব্য করলেন তিনি।
শেখ শাহজাহান ফাইভ স্টার হোটেলে থাকবেন। মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। সব কিছু কন্ট্রোল করতে পারবেন তিনি। এই বার্তা দেওয়া হয়েছিল। তারপরেই পুলিশ তাকে ধরে৷ এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা।
ইডি হেফাজতে শেখ শাহজাহানকে নেওয়ার দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালির ঘটনার তদন্ত সিবিআই করুক। এমন দাবি রাজ্যে বিরোধী দলনেতার। শিবু হাজরাকে পুরনো মামলায় গ্রেফতার করা যেতে পারে। কিন্তু শেখ শাহজাহানকে কেন ধরা যেতে পারে না? প্রশ্ন তুললেন তিনি। গোটা বিষয়টি নাটক চলছে। এমনই কটাক্ষ বিরোধী দলনেতার।
শেখ শাহজাহানের কীর্তি সকলের সামনে ছড়িয়ে পড়েছে। এজন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডিকে ক্রেডিট দিয়েছেন শুভেন্দু অধিকারী। ইডি যদি সেখানে না যেত। আর শাহজাহান যদি পারপিঠ না করত, তাহলে এই ঘটনা সামনে আসত না। শুধু তাই নয়, এলাকার মহিলারা শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছিলেন। আন্দোলনে পথে নামেন। সেজন্য আরও বেশি করে এই ঘটনা দেখা গিয়েছে।
শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে শুভেন্দু অধিকারী সংশয় প্রকাশ করেছেন। তাকে কোথায় ধরা হয়েছে? তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। শেখ শাহজাহানকে ফলতায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাকে সন্দেশখালি ফিরিয়ে নিয়ে আসা হয়। শুধু তাই নয়, পরিবারের সদস্যদের সঙ্গে শাহজাহানকে দেখা করানো হয়েছে।
শেখ শাহজাহান পরিবারের লোকেদের আশ্বস্ত করেছেন। তিনি তাড়াতাড়ি ফিরে এসে সব কিছুর দায়িত্ব আবার নেবেন। তত দিন পরিবারের লোকদেরকে শান্ত থাকতে বার্তা দিয়েছেন। এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতার। ক্যাপিটাল পানিশমেন্ট শেখ শাহজাহানের হওয়া উচিত। এমনই দাব সন্দেশখালির সাধারণ মানুষের পক্ষ থেকে করা হচ্ছে। মন্তব্য শুভেন্দু অধিকারীর।