বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আবার নিম্নচাপ, আবার বাংলা ভিজতে চলেছে। জোড়া নিম্নচাপ বাংলায়, বিশেষকরে দক্ষিণ বঙ্গে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।
আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে,বাংলা-ওড়িশার সীমানা পেরিয়ে মধ্যভারতের দিকে এগিয়ে চলা নিম্নচাপের প্রভাব এখনও রয়েছে পশ্চিমবঙ্গের ওপরে। এরই মাঝে আবার বঙ্গোপসাগরে ‘নতুন সিস্টেম’ তৈরি হয়েছে। যা ক্রমেই উপকূলের দিকে ধেয়ে আসছে। মধ্য মায়ানমারের দিকে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ উপকূলের দিকে আছে। এরপর এটি পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে ধীরে ধীরে। আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। আজ শহরে মাঝারি বৃষ্টি হতে পা। সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা আছে। এই আবহে আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এবং তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা আজ ঘোরাফেরা করতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি ওপরে। এদিকে আজ দক্ষিণবঙ্গে কলকাতার পাশাপাশি বৃষ্টি হবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। এর মধ্যে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। দীঘার সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা আছে।
অন্যদিকে উত্তরবঙ্গে আজ কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আজ বজ্রপাতের হলুদ সতর্কতা জারি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। পরশু সতর্কতা জারি থাকবে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদায়। এরপর ১৯ সেপ্টেম্বর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে উত্তরের বাকি জেলাগুলিতে। তবে আগামী কাল, শনিবার উত্তরে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে।