বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সকাল থেকেই মাঝে মাঝে কালো মেঘে ঢেকে যাচ্ছে সূর্যের মুখ। কখনো কিছু সময়ের জন্য স্বাধীন সূর্য হেসে উঠছে। বেলা বাড়তেই কোথাও কোথাও শুরু হয়েছে ইলিশগুড়ি। এমন অবস্থায় সামনে আসলো বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাস।
নতুন করে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে। মৌসুমী অক্ষরেখা আবার সক্রিয় বাংলায়। এর প্রভাবে আজ, বৃহস্পতিবার থেকে মেঘলা আকাশ এবং বৃষ্টি হবে রাজ্যজুড়ে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সমুদ্রে ৩৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এর প্রভাবে শুক্র ও শনিবার মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা আগামিকাল, শুক্রবার। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলাতে। কলকাতায় মূলত মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ, বৃহস্পতিবার কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে।
হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গ আবার ভিজবে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।
উত্তরবঙ্গের মালদহতেও ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার। উত্তরবঙ্গেও শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।