বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এটাই হয়তো ভাগ্যেস পরিহাস যে, সম্প্রতিক কয়েক বছর ধরে বাংলায় প্রকাশ্যে যে দুর্নীতি এসেছে তার সঙ্গে কোনো না কোনো তৃণমূল নেতার নাম জড়িয়ে গেছে। আর জি কর দুর্নীতিকে তার থেকে আলাদা করা গেলো না।

 

আরজি কর রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে হানা সিবিআই-এর। সিঁথিতে সুদীপ্তর হাসপাতালে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। গোটা চত্বরটি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জেরা করছেন সিবিআই-এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা। আজ সুদীপ্তর বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এই সুদীপ্ত রায় পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলেরও সভাপতি। চারিদিকে প্রচুর মানুষের ভিড় জমে যায়। এই সুদীপ্ত ছিলেন ডাঃ সন্দীপের খুবই ঘনিষ্ঠ বলেই জানা যায়।

গত ৩৩/৩৪ দিন ধরে তিলোত্তমা কাণ্ডে জুনিয়র ডাক্তারেরা অবস্থান বিক্ষোভ করে চলেছেন। সরকার এবং সুপ্রিম কোর্টের অনুরোধেও সেই কর্মবিরতি এবং আন্দোলন থামছে না। এই সবের মাঝেই সেভাবে দেখা মিলছিল না সুদীপ্ত রায়ের। রিপোর্ট অনুযায়ী, আরজি কর হাসপাতালের এত ঘটনার মাঝেও সুদীপ্তবাবুর দেখা না মেলায় চর্চা শুরু হয়েছে তাঁর দলের অন্দরেও। আর এহেন সুদীপ্তর হাসপাতাল তথা বাড়িতে পৌঁছলেন সিবিআই তদন্তকারীরা। আদতে শ্রীরামপুরের বিধায়ক হলেও সুদীপ্ত রায় উত্তর কলকাতার সিঁথির মোড়ের বাসিন্দা। সেখানে তাঁর একটি নার্সিং হোমও রয়েছে। তবে দাবি করা হচ্ছে, সুদীপ্ত রায়কে ফোনে পাওয়া যাচ্ছে না। প্রসঙ্গত, গত বছরই আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে বসেছিলেন সুদীপ্ত রায়। মাঝে ডাঃ শান্তনু সেন সেই পদে বসলেও তাঁকে সরিয়ে আবার সেখানে বসানো হয় সুদীপ্ত রায়কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *