বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: নারী সুরক্ষা নিয়ে যখন টলিপাড়ায় প্রকাশ্যে বিদ্রোহ সামনে চলে এসেছে, ঠিক সেই সময় এমন একটা সুন্দর পোষ্ট সকলের মন কেড়েছে। বেশ কয়েক বছর ধরেই টলি পাড়ায় নানা প্রলোভন দেখিয়ে নারী নিগ্রহ হচ্ছে। এই নিয়ে এখন উত্তাল টলিপাড়া।
ঠিক সেই সময় শ্রুতির অহংকার তার পরিচালক স্বামীকে নিয়ে। সম্প্রতি এই মর্মেই একাধিক খবর সামনে উঠে এসেছে। শুটিং সেটে অস্বস্তিকর পরিস্থিতি নিয়ে কথা বলছেন অনেকেই। এই পরিস্থিতিতেই এবার নিজের পরিচালক স্বামীকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শ্রুতি দাস। স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। ভালবেসে বিয়ে করেছেন পরিচালকে। স্বামীর জন্মদিনে শ্রুতির এই পোষ্ট খুব তাৎপর্যপূর্ণ।
শ্রুতি খুব গর্বের সঙ্গে লেখেন, ‘আজ সেই বিশ্বাসযোগ্য ডিরেক্টর-এর জন্মদিন যার কাছে এই ক্ষয়িষ্ণু সমাজে মহিলা আর্টিস্ট আর টেক্নিশিয়ানরা নিরাপদ এবং আমি গর্বিত হই এটা শুনে যে – “স্বর্ণ দা স্টুডিও না এলে, ফ্লোরে না থাকলে, শট না নিলে ভালো লাগে না”। এই ME TOO-র যুগে আমি জোর গলায় বলতে পারি, আমি এই ভালমানুষটির সহধর্মিণী, যার কাছে মহিলারা নিরাপদ। শুভ জন্মদিন বাবি। আমি তোমাায় ভালবাসি, তোমায় নিয়ে গর্বিত।’ স্বাভাবিক কারণেই এই নিয়ে সকলেই শ্রুতির প্রশংসা করে উত্তরে বলেছেন, ‘শ্রুতি তুমি ধন্য এমন এখন স্বামী পেয়ে।’