বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আর জি কর কান্ড নিয়ে উত্তাল বাংলা, উত্তাল টলি পাড়া। তারই মধ্যে যৌন হেনস্থার অভিযোগে ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া (DAEI) অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করলো তৃণমূলপন্থী পরিচালক অরিন্দম শীলকে।
দিন কয়েক আগেই পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ আনেন এক অভিনেত্রী। DAEI এর সভাপতি সুব্রত সেন বলেন, মহিলা কমিশনের তরফে অভিযোগ আসার পরই তাঁরা বিষয়টি নিয়ে আলোচনায় বসেন। সকলের সম্মতিতেই এই পদক্ষেপ করা হয়েছে। অনির্দিষ্ট কালের জন্য পরিচালককে সাসপেন্ড করা হয়েছে। যেদিন তিনি নির্দোষ শংসাপত্র পাবেন, সেদিন আবারও কাজে ফিরতে পারবেন বলে জানিয়েছেন সুব্রত সেন। এই নিয়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে বিনোদন জগতে।
এই বিষয়ে সাংবাদিকদের অরিন্দম শীল বলেন,’আমাকে বলা হয়েছে আমি শট বোঝাতে গিয়ে অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করেছি। সেসময় কিন্তু ক্যামেরা পার্সন থেকে শুরু করে অন্যান্য সকলেই সেটে উপস্থিত ছিলেন। গতকাল (শুক্রবার) মহিলা কমিশনের তরফে যখন আমায় ডাকা হয়েছিল, তখন আমি সেখানেও বলেছি যে অনিচ্ছাকৃত কিছু কারণে ওই অভিনেত্রী আমায় ভুল বুঝেছেন। ওঁর মনে হয়েছে আমি অশালীন আচরণ করেছি।’ তিনি আরো বলেন, কোনো কারণে অভিনেত্রী আহত হলে আমি তার জন্য ক্ষমাপ্রার্থী। কিন্তু তাতে চিড়ে ভেজে নি। ডিরেক্টরস গিল্ড তাকে অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করেছে।