বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আগামীকাল আরজি কর মামলার শুনানি সুপ্রিম কোর্টে। তার আগেরদিন অর্থাৎ রবিবার ফের রাত জাগা কর্মসূচি হবে রাজ্যে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালনের ডাক দিয়েছেন প্রতিবাদীরা। আগামীকাল ৯ সেপ্টেম্বর আরজি কর কাণ্ডে একমাস পূর্ণ হচ্ছে।
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে প্রায় এক মাস ধরে রাজ্যের সর্বত্র প্রতিবাদে সামিল হয়েছেন সাধারণ মানুষ। রাত জেগে রাস্তায় মোমবাতি হাতে হান গেয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়েছেন সকলে। সেই প্রতিবাদ আজও জারি রাখবেন তাঁরা। প্রায় ১ মাস হতে চলেছে এই আন্দোলনের। এখনও কেন সুবিচার পেলেন না নির্যাতিতা তার দাবিতেই আজ ফের রাত জাগা।
গত ৯ অগাস্ট সকালে আরজি কর হাসপাতালের সেমিনার রুমে পাওয়া গিয়েছিল তরুণী চিকিৎসকের রক্তাক্ত দেহ। সেই ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এমনকী পুরো ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। সেই ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য উত্তাল হয়ে উঠেছে। এমনকী গোটা দেশে এই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে।
তারপ্রতিবাদে গত ১৪ অগাস্ট প্রথম রাত দখলের কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। নারী সুরক্ষার দাবিতে এবং কর্মক্ষেত্রে ডাক্তারি চিকিৎসককে এভাবে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে মেয়েদের রাত দখলের ডাক দেওয়া হয়েছিল। সেই কর্মসূচিতে শয়ে শয়ে মানুষ রাস্তায় নেমেছিলেন। সম্পূর্ণ অরাজনৈতিক ছিল সেই প্রতিবাদ কর্মসূচি। রাজনীতিক পতাকাকে বাইরে রেখে সেদিন রাজ্যের মানুষ প্রতিবাদ জানিয়েছিলেন।
তারপর থেকে একাধিকবার রাতে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। প্রতিটি কর্মসূচিতেই বিপুল সাড়া দেখা গিয়েছে। রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষ। নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছেন সকলে। প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন সমাজের সবস্তরের মানুষ। সিবিআই তদন্ত শুরু করে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করলেও চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় এখনও পর্যন্ত একজনই গ্রেফতার রয়েছেন। আর কাউকে গ্রেফতার করতে পারেনি সিবিআই।
একমাস হতে চলল আরজি করের ঘটনার এখনও বিচার পেলেন না নির্যাতিতা তারই প্রতিবাদে রবিবার ফের রাত দখলের কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। জেলা থেকে শহর সর্বত্র চলছে প্রতিবাদ কর্মসূচি। সুপ্রিম শুনানির আগের দিন রাতে তাই রাজ্যের সর্বত্র এই রাতের জমায়েতের কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। তদিন না নির্যাতিতার পরিবার ন্যায় বিচার পাচ্ছেন সর্বত্র এই প্রতিবাদ আন্দোলন চলবে বলে জানানো হয়েছে।