বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: হাওড়ায় বাম ছাত্র, যুবদের স্বাস্থ্য-দফতর অভিযান ঘিরে একেবারে ধুব্ধুমার কাণ্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ। আর এই ঘটনার পরেই হাওড়া ময়দানে রাস্তার উপরে অবস্থানে বসে পড়লেন বাম নেতা-কর্মীরা। অবস্থানে বসেছেন বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, দিপ্সিতা ধররা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।

 

যা নিয়ে একেবারে হুলস্থুল পরিস্থিতি। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। দাবি মানা না হলে আন্দোলন আরও তীব্র হবে হুঁশিয়ারি বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের। শুধু তাই নয়, দাবি মানা না হলে এভাবেই আন্দোলন চলবে বলে দাবি বাম নেতৃত্বের (Howrah News) ।

শুধু দিপ্সিতা ধর বলেন, রাজ্যে মহিলাদের কোনও নিরাপত্তা নেই। সব জায়গা একই ঘটনা। একটা ডেপুটেশনকে পুলিশ ভয় পাচ্ছে বলে অভিযোগ। বলে রাখা প্রয়োজন, আরজি কর-কাণ্ডের ঘটনার প্রতিবাদে উত্তাল বাংলা। বিচার চাইছেন সাধারণ মানুষ। আর এর মধ্যেই হাওড়া জেলা হাসপাতালে এক নাবালিকা রোগীর শ্লীলতাহানির ঘটনা ঘটে। প্রশ্নের মুখে পড়ে সরকারি হাসপাতালের মহিলা নিরাপত্তা।

আর এই ঘটনায় যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর পদত্যাগের দাবিতেই এদিন হাওড়া জেলা স্বাস্থ্য-দফতর অভিযানের ডাক দেয় বাম যুব সংগঠন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখার্জী, দীপ্সিতা ধর, ধ্রুবজ্যোতি সাহা, দেবাঞ্জন দে, কণীনিকা ঘোষ, স্বপ্না ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। আর সেই মিছিলকে আটকাতে এদিন বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। হাওড়া ময়দানের সমস্ত এলাকা ব্যারিকেড করে দেওয়া হয়।

বামেদের মিছিল সেখানে পউছলেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বাম ছাত্র যুব সংগঠনের কর্মী সমর্থকেরা। যা নিয়ে একেবারে হুলস্থুল বেঁধে যায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। আর তা সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। আর এই ঘটনার পরেই রাস্তায় বসে পড়ে প্রতিবাদে সরব হন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাম কর্মীরা। এই কর্মসূচি ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *