বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আর জি কর কান্ড নিয়ে শুধু কলকাতা, বাংলা বা ভারত নয় উত্তাল হয়েছিল সারা পৃথিবী। আর সেই সময় থেকেই প্রশ্ন উঠেছিল কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে।

 

বার বার করে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে এমন অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল, যে প্রশ্নের উত্তর তাঁর কাছে ছিল না। দিন দুয়েক আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন যে, বিনীত গোয়েলের দিন শেষ হয়ে এসেছে। বিনীত গোয়েল যাচ্ছেন। পুলিস কমিশনারের পদ থেকে সরে যেতে হবে বিনীত গোয়েলকে। কিন্তু নবান্ন সূত্রে এমন কোনো কথা স্বীকার করা হয় নি।

বিনীত গোয়েলের ইস্তফার দাবীকে একটা আন্দোলনে রূপ দিয়েছিলো জুনিয়র ডাক্তারেরা। পুলিশের গাফিলটির অভিযোগ নিয়ে লালবাজারে গিয়ে ডেপুটেশনও জমা দিয়েছেন তাঁরা। ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তে গাফিলতি ও ১৪ অগাস্ট রাতে আরজি করে যখন দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছে, তখন সঠিক নিরাপত্তা ব্যবস্থা না থাকার অভিযোগে সিপি-র বিরুদ্ধে সরব আরজি করের জুনিয়র ডাক্তাররা। ‘পুলিসি ব্যর্থতা মেনে নিয়েছেন সিপি। ১২ ও ১৪ তারিখের ঘটনা তিনি স্বীকার করেছেন।’ লালবাজারে ডেপুটেশন জমা দিয়ে বেরিয়ে এসে জানায় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। প্রশ্ন, তাহলে এবার?

আন্দোলনকারী ছাত্ররা জানান, “সিপি-র পদত্যাগ চেয়ে আমরা ডেপুটেশন দিয়েছি। আমরা সিপি-র কাছে ৫ দফা দাবি জানিয়েছি। যার সিপি-র কাছে কোনও সদর্থক উত্তর মেলেনি। কিন্তু উনি নিজের কাজে সন্তুষ্ট বলে দাবি সিপি-র। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাইলে পদত্যাগেও রাজি সিপি। সিপি-র পদত্যাগের দাবিতে আমরা এখনও অনড়।” সেই সময়ই জানা গেলো আগামী সোমবার মুখ্যমন্ত্রী নবান্নে প্রশাসনিক সভা ডেকেছেন। আর সেই সভায় উপস্থিত থাকতে বলেছেন CP বিনীত গোয়েলকে। তাই মনে করা হচ্ছে যে বিনীত গোয়েলের আপসারণ শুধুই সময়ের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *