বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আজ হয়তো হাল্কা বৃষ্টি হবে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের কোথাও কোথাও আজ শুক্রবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে।
আজ সকলে আলিপুর আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে,ফের নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেই নিম্নচাপ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। এরফলে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আজ বিকেলের দিকে হাল্কা বৃষ্টির সম্ভাবনা আছে। সেই অর্থে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আজ ও কাল বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। তবে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায়। শনিবার গণেশ চতুর্থীর দিন থেকে আরও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। সম্ভবত আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
অন্যদিকে আজ উত্তরবঙ্গের কোনো কোনো জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার অধিক বর্ষণের সম্ভাবনা কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায়। আজ ও আগামীকাল উত্তরবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বজ্রবিদ্যুতের সম্ভাবনাও সেভাবে নেই। আবহাওয়ার বদল হতে পারে রবিবার থেকে।