বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সোম ও মঙ্গলবার বসেছিল বিধানসভার অধিবেশন। সেখানে অবশ্য মূলত ‘অপরাজিতা’ বিল নিয়েই আলোচনা হয়। কিন্তু তারই ফাঁকে একটা সুখবর দিলেন বরানগরের বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জয়ী হওয়ার পর থেকেই ‘পাশে আছে সায়ন্তিকা’ কর্মসূচি চালু করেছিলেন। নিজেদের সমস্যার কথা দ্রুত যাতে মানুষজন জানাতে পারেন সেই কারণেই এই কর্মসূচি চালু করেছিলেন তিনি। আর এবার ‘পাশে আছে সায়ন্তিকার’ পর ফের ‘সুখবর’ দিলেন তৃণমূল বিধায়িকা। তিনি জানান, ডানলপে একটা ফুটব্রিজের দাবি দীর্ঘদিনের। কিন্তু নানা সমস্যার কারণে টা করণে এতদিন টা করা সম্ভব হয় নি। তবে এবার হতে চলেছে।

সায়ন্তিকা মঙ্গলবার বলেন,”একটা সুখবর আছে সকলেরর জন্যে। বিধান সভার অধিবেশন চলা কালীন আমি ডানলপ ফুটব্রিজ নির্মাণের প্রস্তাব দিয়েছিলাম। চেয়ারম্যান আমায় জানিয়েছেন বুধবার দুপুর তিনটের সময় কেএমডিএ-র কর্মীরা আসবেন তার ইন্সপেকশনে।” তৃণমূলের বিধায়িকা এও জানিয়েছেন, “আশা করি অতি শীঘ্রই এই ফুটব্রিজ নির্মাণের কাজ শুরু হবে। বরানগরের বহু মানুষ উপকৃত হবেন।” ডানলপ মোড় কলকাতার অন্যতম ব্যস্ত মোড়। সেখানে রাস্তা পাড় হতে গিয়ে এর আগে বহু দুর্ঘটনা ঘটেছে। সেই দিক থেকে ওই ফুটব্রিজ মানুষের খুবই উপকার করবে তাতে সন্দেহ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *