বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:রবিবার উত্তাল ছিল সারা বাংলা সহ কলকাতা। কলকাতায় ‘আমরা তিলোত্তমা’ ব্যানারে বিশাল মিছিল করেন শিল্পী কলা-কুশলি থেকে শুরু করে বহু বিশিষ্ট মানুষ। কোনও বিশেষ দলের ডাকে নয়, সাধারণ মানুষ এতে পা মিলিয়েছিলেন নিজের তাগিদেই।

 

দূর-দূরান্ত থেকে মানুষ এসেছিলেন এদিন আরজি কর নিয়ে বিচার চাইতে। কেন ২১ দিন পেরিয়ে গেলেও সিবিআই কোনও ফলাফল সামনে আনতে পারল না, কেন ডাক্তার মেয়েটির রক্তাক্ত দেহ দেখার পরও বাড়ির লোককে বলা হল, মেয়ে আত্মহত্যা করেছে, কেন প্রমাণ নয়ছয় করল শাসক-ঘনিষ্ঠ কিছু মানুষ, কেন রাজ্য সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল দোষীদের, তা নিয়ে সকলের মনে হাজারও প্রশ্ন। সেই মঞ্চে সারা রাত উত্তাল শ্লোগান তোলেন ওই বিশিষ্ট জানেরা।

প্রচুর মানুষকে দেখা যায় সারা রাত তাঁদের সঙ্গে ওই মঞ্চে। ধর্না মঞ্চ থেকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন স্বস্তিকা আর সোহিনী দুজনেই। সেখান থেকে টলিউডের নতুন তৈরি ‘সুরক্ষা বন্ধু’ কমিটি ক্ষোভ উগড়ে দেন তাঁরা। সম্প্রতি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই উদ্যোগের ঘোষণা করেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। যিনি তৃণমূল ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত। স্বাভাবিক কারণেই তাদের ধারণা এই জাতীয় রাজনৈতিক মানুষেরা রাজনৈতিক স্বার্থেই কথা বলবেন। ধর্মতলার সামনে ধর্না মঞ্চে ছিলেন শোভন গঙ্গোপাধ্যায়, সোহিনী সরকার, স্বস্তিকা মুখোপাধ্যায়রা। সকালে বাড়ি যাওয়ার আগে স্বস্তিকা ফেসবুকে লিখলেন, ‘বাড়ি ফিরছি। আপনারা যারা আজ ঘুমোলেন, কাল জাগবেন। লড়াই চালিয়ে যেতেই হবে।’ তিনি দাবি করেন, এই লড়াই ততদিন পর্যন্ত চলবে, যতদিন না প্রকৃত দোষী ধরা পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *